ভিশন
টেকসই ও নিয়ন্ত্রিত সেচ ও চাষ ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা দৃঢ়করণে সহায়তা করা
মিশন
- সেচ কাজে ভূউপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ২৫/৫/২/১ কিউসেক ক্ষমতা সমপ্ন্ন এলএলপি (লো-লিফট পাম্প) স্থাপনের মাধ্যমে নিয়ন্ত্রিত সেচ এলাকা সম্প্রসারণ;
- মূল্যবান কৃষি জমি ও পানি সম্পদের অপচয় রোধ ফলে আধুনিক সেচ ব্যবস্থা (ব্যারিড পাইপ, স্প্রিংলার) প্রণয়ন করা;
- প্রতিটি স্কীমে কৃষকদের যান্ত্রিক চাষাবাদের সুযোগ তৈরীর মাধ্যমে অধিক ফসল উৎপাদন করা;
- বিভিন্ন সেচ অবকাঠামো নির্মাণের মাধ্যমে মাঠ পর্যায়ে আধুনিক পানি ব্যবস্থা পদ্ধতি গড়ে তোলা;
প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক, দক্ষ ও টেকসই সেচ ও চাষাবাদ পদ্ধতি এবং মাঠ পর্যায়ে পানি ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে তোলা।